January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 9th, 2021, 5:37 am

হাইকোর্টে সাংবাদিক শাকিলের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক:

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদকে চার সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ নভেম্বর) এই আদেশ দেন। আদালতে সাংবাদিক শাকিলের পক্ষে শুনানি করেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। বাদী পক্ষে ছিলেন ব্যারিস্টার সারোয়ার হোসেন। এর আগে গত রোববার শাকিল আহমেদ এই জামিন আবেদন করেন। এর আগে গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক রাজধানীর গুলশান থানায় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে’ সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।