সিনহুয়া, হাইতি :
হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত ও ৪০ জন আহত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) নিপ্পস অঞ্চলের ক্যালবাসিয়ার এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
আঞ্চলিক বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, লোকজন অবৈধভাবে ট্যাংকার থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করার সময় এই বিস্ফোরণ ঘটে।
আহতদের মিরাগোয়ানের সেইন্ট থেরেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্মকর্তারা।
হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, বেসামরিক সুরক্ষা ও জনস্বাস্থ্য দল ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।
কোনিল আরও জানান, সরকার হতাহত ও তাদের পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আহতদের চিকিৎসার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করছে।
আরও পড়ুন
শিগগিরই নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে যাচ্ছে জামায়াত: শিশির মনির
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না ভারত
যেসব কারণে প্রতিদিন ১টি কলা খাবেন