অনলাইন ডেস্ক :
চারদিকে মুক্তি প্রতীক্ষিত ‘হাওয়া’র জয়জয়কার। তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকের উদ্দেশে ‘হাওয়া’ দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। সেই তালিকায় যুক্ত হলেন প্রযোজক, অভিনেতা অনন্ত জলিল। বৃহস্পতিবার (২৮ জুলাই) একটি ভিডিও বার্তায় ‘হাওয়া’ নিয়ে কথা বলেন অনন্ত জলিল। সেই সঙ্গে জানান, ‘হাওয়া’ নির্মাতা মেজবাউর রহমান সুমনের নির্দেশনায় গুরুত্বপূর্ণ একটি টিভিসিতে কাজ করেছিলেন তিনি! সেজন্য তার প্রিয় মানুষের তালিকায় আছে সুমনের নাম! অনন্ত জলিলের খুব কমন সংলাপ ‘অসম্ভবকে সম্ভব করা অনন্তের কাজ’। কয়েক বছর আগে একটি মুঠোফোন সেবাদানকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অনন্তের মুখ থেকে বলা এই সংলাপটি ব্যাপকভাবে আলোচিত হয়। বিজ্ঞাপন দিয়ে অনন্ত লাইমলাইটে এলেও অধরা থেকে যান নেপথ্যের কারিগর। ‘হাওয়া’ মুক্তি সামনে রেখে অনন্ত বলেন, সেই বিজ্ঞাপনটি বানিয়েছিলেন মেজবাউর রহমান সুমন! সেই সূত্র ধরে এদিন ‘হাওয়া’ দেখার আমন্ত্রণ জানান অনন্ত। ভিডিও বার্তায় অনন্ত বলেন, ‘‘সাদা সাদা কালা কালা’ গানটি ‘হাওয়া’ সিনেমার। এটি আমার খুব ভালো লেগেছে। দর্শক আপনাদেরও ভালো লেগেছে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- গ্রামীণফোনের এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় মানুষ। আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি। গেল ঈদে মুক্তি পায় অনন্ত জলিলের সিনেমা ‘দিন দ্য ডে’। মুক্তির পর এই ছবিটি নিয়ে দর্শকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
আরও পড়ুন
‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী
সত্যিকারের সুখী হওয়া অনেক কঠিন’
পোশাক পরতে পারি না : আইশা খান