November 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 12th, 2025, 7:54 pm

হাকালুকি হাওরের জেলেদের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

জুড়ী উপজেলায় হাকালুকি হাওর পাড়ের জেলে সম্প্রদায়ের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতামূলক প্রচারাভিযান পরিচালনা করেছেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়ন পরিষদের বেলাগাঁও গ্রামের স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম এবং বাংলাদেশ গ্রাম আদালত জুড়ী উপজেলা সমন্বয়কারী সম্পা রানী দেব।সোমবার বিকেলে এ প্রচার কার্যক্রমে জেলে সম্প্রদায়ের সাথে আলোচনা করে তাদের আইনি সহায়তা এবং স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা তুলে ধরা হয়। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম বলেন, এ প্রচারাভিযানে জেলেদের মধ্যে গ্রাম আদালত কী এবং এর মাধ্যমে তারা কীভাবে আইনি সহায়তা পেতে পারে, সে সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। জেলেদের মধ্যে থাকা ছোটখাটো বিরোধ গ্রাম আদালতে নিষ্পত্তির মাধ্যমে সমাধান করা, যাতে আদালতের ওপর চাপ কমে এবং কম সময়ে বিচার পাওয়া যায়। গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করে তোলার জন্য জেলেদের সাথে স্থানীয় প্রশাসন ও বিচার বিভাগের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা। সমাজে শান্তি প্রতিষ্ঠা, মামলার জট হ্রাস এবং স্বল্প সময়ে সহজ বিচার প্রাপ্তি নিশ্চিত করা।