January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 17th, 2022, 7:51 pm

হাঙরের আক্রমণে সিডনির অধিকাংশ সৈকত বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক :

হাঙরের আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর পর সিডনির অধিকাংশ সৈকত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সৈকত বন্ধের এই ঘোষণা কার্যকর হয়েছে। এর আগে বুধবার বিকেলে গত ৫৯ বছরের মধ্যে প্রথমবার অস্ট্রেলিয়ার ব্যস্ত এই শহরটি হাঙরের এমন ভয়ঙ্কর আক্রমণের সাক্ষী হয়। কর্তৃপক্ষ বলছে, হাঙরের আক্রমণে নিহত ওই ব্যক্তি পুরুষ। বুধবার বিকেলে পূর্ব সিডনির লিটল বে-তে নামার সঙ্গে সঙ্গে হাঙরের আক্রমণের শিকার হন তিনি। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর বিবিসি অনলাইনের। সিডনির সৈকতে হাঙরের আক্রমণ অনেকটা বিরল ঘটনা। কারণ সেখানকার পানিতে দীর্ঘদিন ধরে জাল এবং অন্যান্য প্রতিরোধক দেওয়া আছে। এ দিকে আক্রমণকারী হাঙরটি শনাক্ত করতে সার্ফ লাইফসেভাররা জেট স্কির মাধ্যমে ঘটনাস্থলের আশপাশের ২৫ কিলোমিটার এলাকায় অনুসন্ধান চালিয়েছেন। এ ছাড়া হাঙরটি শনাক্তে কর্তৃপক্ষ হেলিকপ্টার এবং ড্রোনও ব্যবহার করছে। রাজ্য সরকার বলেছে, এক প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওর ভিত্তিতে হাঙর বিশেষজ্ঞরা ধারণা করছেন, আক্রমণকারী হাঙরটি সাদা হাঙর এবং সেটি ‘অনন্ত তিন মিটার’ লম্বা হতে পারে।