অনলাইন ডেস্ক :
আসছে ‘হাঙ্গামা ডট কম’। জীবনে জটিলতার শেষ নেই, তার ওপর নতুন করে ‘হাঙ্গামা’ করার পরিকল্পনা করেছেন বনি-কৌশানি ও ওম-শ্রাবন্তী জুটি। এ হাঙ্গামায় আরও থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, তুলিকা বসু ও ঋষিরাজ। ব্যস্ত জীবনে কিছুটা প্রাণখোলা হাসি জুড়তে ড. কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ছবি ‘হাঙ্গামা ডট কম’। ছবির গল্পে সম্রাট-অর্চনা, অভিমন্যু-পূজা এই চারজনের মধ্যে রয়েছে দুই জোড়া ভাইবোন। সম্রাট অভিমন্যুর বোন পূজার প্রেমে পড়েন। আবার সম্রাটের বোন অর্চনার প্রেমে মজে অভিমন্যু। আর প্রেমে বাধা আসবে না তা কী করে হয়? ছবির গল্পে দেখা যাবে দুটি ভিন্ন পরিবার, যারা একে অন্যকে দেখতে পারে না, তাদের বাড়ির ছেলে-মেয়েরাই একে অন্যের প্রেমে পড়েছেন। আর এভাবেই এগোবে ছবির কাহিনি। গত বুধবার হাঙ্গামা ডট কমের মহরত অনুষ্ঠিত হয়েছে। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার। বনি-কৌশানি, ওম-শ্রাবন্তীসহ ছবির কলাকুশলীরা পোস্টারটি শেয়ার করেছেন। ছবিটির শুটিং শুরু হয়েছে শুক্রবার (২৮ অক্টোবর)। উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ও কালিম্পংয়ে ছবির শুটিং হয়। আগামী বছর ২০২৩-এ মুক্তি পাবে ‘হাঙ্গামা ডট কম’।
আরও পড়ুন
অটোচালক ভজনের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা মিকা সিংয়ের
‘ইচ্ছে করেই পোশাক পরিবর্তনের ভিডিও ফাঁস করেছিলাম’
‘আপনাদের মন বলতে কিছু নেই’