September 18, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 18th, 2025, 1:37 pm

হাজারীবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১১

রাজধানীর হাজারীবাগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ১৪ নম্বর ওয়ার্ডের ময়লার ডিপোর সামনে প্রায় ১৫-২০ জন যুবক হঠাৎ ব্যানার হাতে মিছিল শুরু করে।

মিছিলটি মাত্র পাঁচ মিনিট রাস্তায় অবস্থান করে এবং এরপর ব্যানার গুটিয়ে তারা স্থান ত্যাগ করে। স্থানীয়রা জানান, তরুণরা “জয় বাংলা” স্লোগান দিতে দিতে বউবাজার হয়ে সামনের দিকে এগিয়ে যায়। মিছিলে অংশ নেওয়া তরুণদের বেশিরভাগ বয়স ১৪ থেকে ২০ বছরের মধ্যে ছিল, তবে দু-একজন বয়স্ক মানুষও ছিলেন।

তাদের স্লোগানের মধ্যে ছিল—“জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” এবং “শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে”। মিছিল শেষ হতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।

হাজারীবাগ থানার ওসি সাইফুল ইসলাম জানান, মিছিলে অংশ নেওয়া ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন: জিহাদ হোসেন (২৪), দিপু খা (২৮), ইরান হোসেন (১৯), হৃদয় হোসেন (১৮), মুস্তাফিজুর রহিম (২৬), সাব্বির হোসেন (১৮), বিল্লাল হোসেন (১৯), মিলন মৃধা (২৩), নুর ইসলাম (৫৬), আমির হোসেন (১৮) ও বাদশা মিয়া (৫৫)।

ওসি সাইফুল ইসলাম আরও জানান, এই ধরনের ঝটিকা মিছিল ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

 

এনএনবাংলা/