রাজধানীর হাজারীবাগ থানার আওতাধীন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত জান্নাতী ছাত্রী হোস্টেলের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জান্নাত আরা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার বাসিন্দা মো. জাকির হোসেনের কন্যা।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঝিগাতলা পুরান কাঁচাবাজার এলাকার পাশের একটি ছাত্রী হোস্টেল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এনসিপির ধানমন্ডি থানার যুগ্ম সমন্বয়কারী ছিলেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি আত্মহত্যা না হত্যা—তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাসিনার অনুসারীদের ‘অস্বাভাবিক’ জামিন নিয়ে আইন উপদেষ্টার উদ্বেগ
বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে ১০ লাখ মৃত্যু: বিশ্বব্যাংক
খাস দিলে দোয়া করলে হাদি অবশ্যই সুস্থ হয়ে ফিরবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা