November 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 6th, 2025, 7:35 pm

হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ৩১ দফার প্রচারণায় বিএনপি নেতা দাউদার মাহমুদ

নাটোর প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, হরতাল, সড়ক অবরোধ, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটলেও নাটোরের সিংড়ার চিত্র ভিন্ন।

এ আসনটি ফাঁকা রাখা হলেও হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ৩১ দফার প্রচারণা করতে দেখা গেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদকে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা কোর্টমাঠ থেকে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট নিয়ে প্রচারণায় বের হন তিনি।

এতে উপজেলার শেরকোল, কলম, হাতিয়ান্দহ, চামারী ও লালোর ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ করেন দাউদার মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আব্দুল মালেক, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদসহ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবি দলের  নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিএনপির নির্ভরযোগ্য সুত্রমতে বাকি ৬৩ আসনের অন্তত ২০টি আসন ফাঁকা রাখা হয়েছে যুগপৎ আন্দোলনের মিত্র দলের জন্য। বাকি ৪৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি স্থানীয় পর্যায়ে তীব্র দ্বন্দ্বের কারণে। এর আটটিতে জ্যেষ্ঠ নেতাদের পরিবারের সদস্যরা মনোনয়নপ্রত্যাশী হওয়ায় বিরোধ আরও বেড়েছে।  এমন পরিস্থিতিতে দ্বন্দ্ব নিরসনের চ্যালেঞ্জে পড়েছে বিএনপি। দলটি জানিয়েছে, বাদ পড়াদের দায়িত্ব ও সম্মান দিয়ে মূল্যায়ন করা হবে। আর ব্যবস্থা নেওয়া হবে বিক্ষোভ ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে।