October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 2:52 pm

হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান

 

রাজধানীর লালবাগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ অভিযান শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত রয়েছে।

অভিযান চলাকালে ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগোও পাওয়া গেছে। তবে এসব গাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলে ভবনের ম্যানেজার কোনো সঠিক তথ্য দিতে পারেননি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে যৌথবাহিনী।

গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিই হাজী সেলিমের বাড়ি হিসেবে পরিচিত।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর হাজী সেলিম এবং তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম গ্রেপ্তার হন এবং বর্তমানে তারা কারাগারে আছেন। অন্যদিকে তার আরেক ছেলে ইরফান সেলিম এখনও পলাতক রয়েছেন।

 

এনএনবাংলা/