নোয়াখালীর হাতিয়ায় ‘জাগলার চর’ দখলকে কেন্দ্র করে দুই জলদস্যু গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জাগলার চরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মধ্যে একজন নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, আর চারজনের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তিদের নাম-ঠিকানা এখনও জানা যায়নি।
স্থানীয়দের দাবি, কয়েক মাস ধরে হাতিয়ার পশ্চিম পাশে ‘জাগলার চর’ দখল নিয়ে জলদস্যুদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার এই সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে, যার ফলে হতাহতের এ ঘটনা ঘটে।
এনএনবাংলা/

আরও পড়ুন
ইউনিলিভার বাংলাদেশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি, পরবর্তী শুনানি ৭ জানুয়ারি
নির্যাতন ও দারিদ্র্য পেরিয়ে তিন নারীর অদম্য জয়গাথা
যুক্তরাজ্যে ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড হাতে গ্রেপ্তার গ্রেটা থুনবার্গ