নগরীর হাতিরঝিল এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এফডিসি ক্রসিং সংলগ্ন হাতিরঝিল সড়কে প্রাইভেটকারের ইঞ্জিন থেকে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো. শাহজাহান সিকদার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে বলে জানান তিনি।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
—–ইউএনবি

আরও পড়ুন
নির্যাতন ও দারিদ্র্য পেরিয়ে তিন নারীর অদম্য জয়গাথা
রাষ্ট্রীয় মর্যাদায় চোখের জলে ভাষিয়ে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আলাউদ্দিন
কোম্পানীগঞ্জে মাদক নির্মূলে ফুঁসে উঠছে যুবসমাজ! ঐক্যের ডাকে সভা সম্পন্ন