January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 19th, 2022, 12:02 pm

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সংবাদিক নিহত হয়েছেন। বুধবার রাতে বেগুনবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিব রহমান কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মোহাম্মদ পীর মিয়ার ছেলে। তিনি ‘দৈনিক সময়ের আলো’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন।

হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কায়েস উদ্দিন বলেন, রাত ২টা ৪০ মিনিটের দিকে পথচারীরা হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

দ্রুত হাবিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিবকে একটি অজ্ঞাত গাড়ি চাপা দিয়েছে বলে পুলিশের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য হাবিবের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

—-ইউএনবি