January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 7th, 2022, 7:37 pm

হাতি ও বাঘদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নুসরাত-যশ

অনলাইন ডেস্ক :

স্বামীকে যশকে নিয়ে বর্তমানে থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। সেখানে ঘোরাঘুরির মূহুর্ত ফ্রেমবন্দি করছেন। তাতে দেখা যাচ্ছে কখনও হয়েছেন সৈকতে, কখনো বাঘের পাশে আবার কখনো হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তারা। সেই ছবি আবার ইনস্টগ্রামে শেয়ার করছেন যশ-নুসরাত। একটি ছবিতে দেখা যায়Ñ নুসরাত-যশ রঙ মিলিয়ে পোশাক পরেছেন। হাতির পিঠে বসে আছেন তারা। তাদের চোখ-মুখে আনন্দের ঢেউ। আর এতেই খেপেছেন পশুপ্রেমীরা। একজন লিখেছেন, ‘এটা সমর্থন করতে পারি না। এই প্রাণীর সঙ্গে আপনাদের এমন একটি ছবি আশা করিনি। আপনাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি।’ আরেকজন লিখেছেন, ‘আপনারা কুকুর ভালোবাসেন, আপনাদের পশুপ্রেমী হিসেবে দেখি। আর সেই আপনারা পশুর সঙ্গে এভাবে আনন্দ করছেন!’ আরেকজন লিখেছেন, ‘এটা মোটেও হাসিঠাট্টার বিষয় না। তোমরা তো তারকা, তোমরা কীভাবে একটা হাতির পিঠের ওপরে বসে রাইড করছো? এরা কতটা খারাপ!’ আরেকজন লিখেছেন, ‘এদের লজ্জা লাগা উচিত।’ আরেকজন লিখেছেন, ‘হাতির সঙ্গে এটি নির্মম আচরণ।’ এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে অন্তর্জালে।