January 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 19th, 2023, 7:38 pm

হাথুরুসিংহেকে ফেরানো প্রসঙ্গে যা বললেন খালেদ মাহমুদ

অনলাইন ডেস্ক :

২০১৫ বিশ্বকাপের আগে বাংলাদেশের দায়িত্ব নিয়ে দলকে আমূল বদলে দিয়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর নতুন করে আলোচনায় লঙ্কান এই কোচ। জোর গুঞ্জন ২০১৭ সালে হুট করে কোচের দায়িত্ব ছেড়ে দেওয়া এই কোচকে আবার ফিরিয়ে আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির মাঝামাঝিতে সাকিব-তামিমদের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড পরিচালক খালেদ মাহমুদ মনে করেন, হাথুরুসিংহেকে দ্বিতীয় মেয়াদে ফেরালে দলের জন্য খারাপ হবে না। রাসেল ডমিঙ্গোর জায়গায় হাথুরুসিংহের প্রত্যাবর্তনকে ইতিবাচক দৃষ্টিতে দেখছেন বিসিবির এই পরিচালক। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘হাথুরুসিংহের ব্যাপারটা আমি নিশ্চিত নই। তবে সে এলে ভালো, এখানে কাজ করে গেছে, (তার অধীনে) বাংলাদেশের অনেক ভালো পারফরম্যান্সও আছে। আমার বিশ্বাস ও এখন আরও পরিণত, আমাদের জন্য ভালো হবে। হাথু প্রথমে এসে বাংলাদেশ ক্রিকেটের অনেক কিছু বদলে দিয়েছিল, পারফরম্যান্সটা ভালো হচ্ছিল। দ্বিতীয়বার আসাটা খারাপ হবে না, আমিও খারাপভাবে নিচ্ছি না। যেহেতু আমাদের উপমহাদেশের মানুষ, আমাদের সম্পর্কেও ভালো জানে-বোঝে। সত্যি কথা ওর অভিজ্ঞতা এখন অনেক।’ হাথুরুসিংহের আগে অস্ট্রেলিয়ান ডেভিড মুরকে হেড অব প্রোগ্রাম হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। তার অন্তর্ভুক্তি দেশের ক্রিকেটের জন্য ভালো হবে বলে মনে করেন খালেদ মাহমুদ, ‘ডেভিড মুর এসেছে, এটা ভালো। কাজে লাগবে বলে বিশ্বাস করি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের চিফ হিসেবে এসেছেন, প্রোগ্রাম ডেভেলপ করবেন। আমরা ভালো করছি, এখন ওর মতো অভিজ্ঞ একজনকে বিসিবির সঙ্গে যুক্ত করা অবশ্যই দলের জন্য আরও ভালো হবে। দারুণ পদক্ষেপ।’ ফেব্রুয়ারির ২০ তারিখে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। সফরে তিনটি ওয়ানডে ছাড়াও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ওয়ানডে সিরিজে বাংলাদেশ ভালো করবে বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার, ‘আমরা ওয়ানডেতে খুব শক্তিশালী দল। টি-টোয়েন্টিতে হয়তো এখনো গড়ে উঠছি। তবে বিশ্বাস করি ওয়ানডেতে অনেক ভালো ক্রিকেট খেলবো, সিরিজ হারানোটা বড় কথা না, আমরা পারবো না সেটা আমি বিশ্বাসই করি না।’ তবে টি-টোয়েন্টি নিয়ে অবশ্য খুব বেশি প্রত্যাশার কথা শোনাতে পারলেন না সুজন, ‘টি-টোয়েন্টি হয়তো কঠিন, তারপরও মনে করি আমাদের ছেলেরা যেহেতু বিপিএলের পরেই আবার টি-টোয়েন্টি খেলবে, তো যারা বিপিএলে সেরা পারফর্মার হবে, তাদেরকে যদি ভালোভাবে বেছে নিতে পারি, সঙ্গে আমাদের শীর্ষ খেলোয়াড়রা ফর্মে আছে, লিটন-সাকিব ফর্মে আছে, তাসকিন ভালো বল করছে। এগুলো আমাদের জন্য ভালো ব্যাপার হবে। আমার মনে হচ্ছে পারফর্ম করলে সম্ভব।’