December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 5:15 pm

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের প্রভাবশালী ব্যক্তিত্ব শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় তথ্য চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সাধারণ জনগণের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সম্পর্কে কারও কাছে যদি কোনো তথ্য থাকে, তবে তা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে, অথবা মতিঝিল জোনের ডিসি ও পল্টন থানার ওসিকে সরাসরি জানাতে পারবেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এক বিবৃতিতে জানান, গত ১২ ডিসেম্বর শুক্রবার, রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী কিছু দুর্বৃত্ত শরিফ ওসমান হাদির ওপর হামলা চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন। ডিএমপি হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীতে তৎপরতা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীর প্রাথমিক শনাক্তকরণ করা সম্ভব হয়েছে এবং পুলিশ তাকে দ্রুত খুঁজছে। এই ব্যক্তি সম্পর্কে যেকোনো তথ্য থাকলে অথবা তাঁকে দেখতে পেলে দ্রুত ডিএমপির মোবাইল নম্বর অথবা ৯৯৯–এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডিএমপি জানিয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে তাদের উপযুক্তভাবে পুরস্কৃত করা হবে। যারা সাহায্য করতে চান, তারা মতিঝিল জোনের ডিসি-র ০১৩২০০৪০০০৮০ বা পল্টন থানার ওসির ০১৩২০০৪০১৩২ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এনএনবাংলা/