December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 2:32 pm

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে আজ রোববার তার চিকিৎসা–সংক্রান্ত মেডিকেল বোর্ডের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তাকে বিদেশে নেওয়ার সম্ভাব্য দিকগুলো পর্যালোচনা করা হয়। চিকিৎসা সূত্র জানায়, হাদির শারীরিক অবস্থা বর্তমানে ‘অপরিবর্তিত’ রয়েছে।

মেডিকেল বোর্ডের সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের রেসিডেন্ট চিকিৎসক ডা. মো. আব্দুল আহাদ জানান, আগের দিনের মতো আজও বোর্ডের সব সদস্য বৈঠকে অংশ নেন। রোগীর কেস সামারি ইতোমধ্যে বিদেশের কয়েকটি হাসপাতালে পাঠানো হয়েছে। থাইল্যান্ডের ব্যাংকক কিংবা সিঙ্গাপুরের কোনো হাসপাতালে তাকে নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। তবে এখনো চূড়ান্তভাবে কোনো দেশ নির্ধারণ হয়নি।

চিকিৎসকদের মতে, হাদিকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর। প্রথমত, বিদেশের কোনো হাসপাতাল তার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে কি না। দ্বিতীয়ত, রোগীর শারীরিক অবস্থা এমন পর্যায়ে স্থিতিশীল হয় কি না, যাতে তাকে নিরাপদে বিদেশে স্থানান্তর করা সম্ভব হয়। এই দুটি বিষয়ে নিশ্চিত হওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চিকিৎসা সংশ্লিষ্টরা জানান, হাদির শারীরিক অবস্থায় এখনো কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি। পরিস্থিতি আগের মতোই অপরিবর্তিত থাকলেও তা অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

সর্বশেষ রিপিট সিটি স্ক্যানে তার মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানান। মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমে থাকার কারণে অক্সিজেনের ঘাটতি তৈরি হচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার আলামতও মিলেছে। ক্লিনিক্যাল পর্যবেক্ষণেও অবস্থার উন্নতির কোনো লক্ষণ পাওয়া যায়নি।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, ব্রেইন স্টেমের ইনজুরি এখনো গুরুতর অবস্থায় রয়েছে। অপারেশন করা অংশ দিয়ে মস্তিষ্ক কিছুটা বাইরে দিকে চাপ সৃষ্টি করছে। বর্তমানে হাদির সবচেয়ে বড় জটিলতা মস্তিষ্ক–সংক্রান্ত সমস্যাই বলে তারা উল্লেখ করেন।

ফুসফুসের অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন এবং যন্ত্রের সহায়তায় শ্বাস–প্রশ্বাস চালু আছে। তবে কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। চিকিৎসকদের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় চার লিটার ইউরিন আউটপুট হচ্ছে এবং সে অনুযায়ী শরীরের ফ্লুইড ব্যালান্স নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।

এ ছাড়া অতিরিক্ত রক্ত জমাট বাঁধার জটিলতা ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন (ডিআইসি)–এর অবস্থাও আগের মতোই রয়েছে। নতুন কোনো জটিলতা দেখা দেয়নি বলেও জানান চিকিৎসকরা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদির মাথায় গুলি করা হয়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

এদিকে, ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

এনএনবাংলা/