December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 13th, 2025, 7:10 pm

হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি মাছউদ

 

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানিয়েছেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইসি মাছউদ বলেন, “বিচ্ছিন্ন কিছু ঘটনায় নির্বাচন অনুষ্ঠানের শঙ্কা তৈরি হলে নির্বাচনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে হবে।”

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর বিজয়নগরে দুষ্কৃতিকারীদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন।

জানা গেছে, আগামী ৪৮-৭২ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। যদিও চিকিৎসকরা এখনও আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেননি। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সকালে তাকে নিরীক্ষণ করেছে। এবং সেখানে তার অবস্থা এখনও শঙ্কামুক্ত নয় বলে জানানো হয়। বিষয়টি হাদির ভাইকেও জানান চিকিৎসকরা।

এনএনবাংলা/