জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই ভিড় শুরু হয়েছে শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্য। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ সময় অপেক্ষার পর সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়।
জানাজায় অংশগ্রহণের জন্য চীন থেকে আনা ৮টি আর্চওয়ে গেটের মাধ্যমে হাজারো সাধারণ মানুষ সারিবদ্ধভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ জনগণ মিছিল নিয়ে সংসদ ভবন প্রাঙ্গণে জড়ো হয়েছেন।
যুক্তরাষ্ট্র থেকে দেশে আগত প্রবাসী বাংলাদেশি এসএম নজরুল ইসলাম বলেন, ‘হাদির মতো একজন মানুষ হাজার বছরে একবার জন্ম নেয়। এমন মানুষের জন্য দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়ানোও সৌভাগ্যের বিষয়। সারাদিন দাঁড়ানো লাগলেও আমরা অপেক্ষা করতে প্রস্তুত। আমার ইচ্ছে ছিল হাদি ভাই সুস্থ হয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার। এখন সেই সুযোগ পাচ্ছি না, এটিই আমার দুঃখ।’
এনএনবাংলা/

আরও পড়ুন
শহীদ হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়
জানাজার পর মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে লাখো জনতা
ভাইয়ের ইমামতিতে শহীদ হাদির নামাজে জানাজা সম্পন্ন