December 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 19th, 2025, 8:30 pm

হাদির প্রয়াণে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে দেশের দুই প্রধান ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা—বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর পৃথক শোকবার্তায় সংস্থা দুটি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

বিসিবির শোকবার্তা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের আনুষ্ঠানিক ফেসবুক পেজে শরীফ ওসমান হাদির ছবি সংযুক্ত করে একটি শোকবার্তা প্রকাশ করে। বার্তায় বিসিবি জানায়, হাদির মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত এবং এই কঠিন সময়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার প্রকাশ করে।

বাফুফের শোক

অন্যদিকে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার রাত ১২টার দিকে দেওয়া এক বিবৃতিতে হাদির মৃত্যুকে একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে। বাফুফে জানায়, সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির শেষ নিশ্বাস ত্যাগের সংবাদে তারা অত্যন্ত শোকাহত।

দেশজুড়ে শোক, রাষ্ট্রীয় শোক ঘোষণা

তরুণ এই নেতার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে। এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) সারা দেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে।

হাদির আকস্মিক প্রয়াণে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও যে গভীর শোক ও বেদনার প্রতিফলন ঘটেছে, বিসিবি ও বাফুফের শোকবার্তাই তার স্পষ্ট প্রমাণ।

এনএনবাংলা/