December 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 14th, 2025, 3:25 pm

হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক

 

গুলিবিদ্ধ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত হলে তাকে বিদেশে নেওয়ার বিষয়ে পরিবার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ডা. মোহাম্মদ আব্দুল আহাদ।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে হাদির শারীরিক অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান তিনি।

ডা. মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে মস্তিষ্কে গুরুতর ক্ষতির চিত্র পাওয়া গেছে। পাশাপাশি তার কিডনি কাজ করা বন্ধ করে দিয়েছিল, তবে পরে কিডনির কার্যক্ষমতা কিছুটা ফিরে আসে। এছাড়া গুলি মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ করে গেছে।

তিনি আরও জানান, মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি রয়েছে এবং সেখানে রক্ত জমাট বেঁধে আছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ফুসফুসের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। খুব কাছ থেকে তাকে গুলি করা হয় এবং গুলিটি গুরুত্বপূর্ণ রক্তনালির পাশ দিয়ে অতিক্রম করেছে।

বিদেশে চিকিৎসা প্রসঙ্গে ডা. আহাদ বলেন, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কয়েকটি হাসপাতালে পরিবারের পক্ষ থেকে কেস সামারি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলো থেকে সাড়া পাওয়া গেলে পরিবার সিদ্ধান্ত নেবে কোন হাসপাতালে তাকে নেওয়া হবে। তবে এখন পর্যন্ত তারা কেস সামারি পর্যালোচনা করছে বলে ধারণা করা হচ্ছে।

হাদির জিসিএস (গ্লাসগো কোমা স্কেল) সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অপারেশনের আগে, অপারেশনের সময় এবং এখন—তিন অবস্থাতেই তার জিসিএস স্কোর তিন রয়েছে।’

তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে শরীরের ভেতরে থাকা বুলেটের কিছু অংশ বের করে আনা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেপ্তারে রাজধানীজুড়ে অভিযান চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই মধ্যে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএনবাংলা/