ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কেউ যদি নির্ভরযোগ্য তথ্য দিয়ে হামলাকারীদের গ্রেপ্তারে সহায়তা করেন, তাহলে সরকারিভাবে তাকে ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর এলাকায় শরিফ ওসমান হাদির ওপর এই হামলার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজ, পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে গুলির শব্দ শোনা যায়। এরপর মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, তিনটি মোটরসাইকেলে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সে সময় তিনি একটি রিকশায় করে যাচ্ছিলেন।
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত শরিফ ওসমান হাদি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এনএনবাংলা/

আরও পড়ুন
নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই, সময়মতোই ভোট হবে: ইসি সানাউল্লাহ
হাদিকে গুলি: মোটরসাইকেল মালিকের ৩ দিনের রিমান্ড
ওসমান হাদিকে গুলি করে ফয়সাল, মোটরসাইকেল চালাচ্ছিলেন আলমগীর: ডিএমপি