ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় মোটরসাইকেল চালক আলমগীরের সহযোগী এবং আদাবর থানা যুবলীগের সদস্য হিমনকে বিদেশি পিস্তল, গুলি ও বড় পরিমাণ বিস্ফোরকসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এডিসি জুয়েল রানা জানান, বুধবার সকালে হিমন রহমান শিকদার (৩২) নামে ওই যুবককে ঢাকার আদাবরের একটি আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর হিমনকে নিয়ে আদাবর এলাকায় অভিযান চালানো হয়, যেখানে তার কাছ থেকে ৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আদাবরের ওই আবাসিক হোটেলে হিমন আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে অপরাধ জগত নিয়ন্ত্রণ করছিলেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
জুয়েল রানা জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, হাদিকে হত্যার জন্য যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল, সেটি চালক ছিলেন আলমগীর। হিমন ছিলেন আলমগীরের ঘনিষ্ঠ সহযোগী।
এনএনবাংলা/

আরও পড়ুন
খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন : আনিসুল ইসলাম
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
খালেদা জিয়ার হত্যার দায় থেকে হাসিনা কখনোই মুক্তি পাবেন না: নজরুল