January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 22nd, 2024, 8:31 pm

হান্নান সরকারের মা আর নেই

অনলাইন ডেস্ক :

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমানে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকারের মা ফরিদা আক্তার মারা গেছেন। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গেছে, অসুস্থতা নিয়ে গত এক সপ্তাহ আইসিইউ’তে ছিলেন তিনি। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

হান্নানরা ৪ ভাই ও ১ বোন। জাতীয় দলে হান্নান সরকার ওপেনার ছিলেন। মাত্র ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেক হয় তার। জাতীয় দলের হয়ে ১৭ টেস্টে ২০.০৬ গড়ে ৬৬২ রান করেন হান্নান। ক্রিকেটের কুলীন ফরম্যাট টেস্টে পাঁচটি ফিফটি আছে তার নামের পাশে।

ওয়ানডে ফরম্যাটেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। খেলেছেন ২০ ওয়ানডে। ওয়ানডেতে তিন ফিফটিসহ ১৯.১৪ গড়ে ৩৮৩ রান করেন হান্নান। চলতি বছর ফেব্রুয়ারিতে ৮ বছর পর নতুন নির্বাচক কমিটি গঠন করে বিসিবি। সেই নির্বাচক প্যানেলে গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেয়া হয়। প্যানেলে অন্যতম নির্বাচক হিসেবে দায়িত্ব পান হান্নান। এর আগে বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন তিনি।