October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 26th, 2025, 8:50 pm

হাবিবের ‘মহা জাদু’তে কে এই তাজিক গায়িকা মেহরনিগরি

 

দীর্ঘ এক বছর বন্ধ থাকার ফের ছন্দে ফিরেছে কোক স্টুডিও বাংলা। তৃতীয় সিজনের কার্যক্রম শুরুর পর দুটি গান ইতোমধ্যে প্রকাশ হয়েছে।

এবার প্রকাশ হলো ‘মহা জাদু’। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে প্রকাশ হয় গানটি। এতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে রয়েছেন তাজিকিস্তানের গায়িকা মেহরনিগরি রুস্তম।

১৯৯৪ সালের ১৪ অক্টোবর তাজিকিস্তানের খোভালিং জেলায় জন্মগ্রহণ করেন মেহরনিগরি রুস্তম। মাত্র ৫ বছর বয়স থেকে তিনি গান গাওয়া শুরু করেন। এখন পর্যন্ত অনেকগুলো জাতীয় ও আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তিনি।

২০০১ সালে মেহরনিগরি ‘বাডস অব হোপ’ (আশার কুঁড়ি) প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এরপর ২০০৩ সালে ‘সানশাইন’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। পরবর্তীতে তিনি তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘ইয়েদিনজি তুর্কিশ অলিম্পিকস’- এ স্বর্ণ ও রৌপ্য পদক লাভ করেন।

‎২০০৬ সালে স্বাধীন রাষ্ট্রসমূহের কমনওয়েলথ (সিআইএস)-এর তরুণদের নিয়ে অনুষ্ঠিত ‘ডেলফি গেমস’ প্রতিযোগিতায় লোকসংগীত এবং আধুনিক গানের বিভাগে দুটি স্বর্ণপদক অর্জন করেন।

২০১৪ সালে তাজিকিস্তানের রাজধানী দুশানবে প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ‘জিলো-২০১৪’ আয়োজন করা হয়, যেখানে ১২টি বিভাগ ছিল। এর মধ্যে ‘আধুনিক ও জনপ্রিয় সঙ্গীত’ বিভাগে সেরা নারী গায়িকার পুরস্কার পান মেহরনিগরি রুস্তম।

২০১৭ সালে ‘তারোনাবোরোন’ গানের জন্য ‘তামোশো মিউজিক অ্যাওয়ার্ডস – ২০১৭’ জিতেছিলেন তিনি। এই মর্যাদাপূর্ণ সংগীত পুরস্কারের জন্য ৯টি বিভাগে মোট ৪৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

২০১১ সালে এই গায়িকা তাজিকিস্তানের রাজধানীতে অবস্থিত দুশানবের ইন্টারন্যাশনাল স্কুল থেকে তিনি স্নাতক সম্মান অর্জন করেন। এরপর তাজিক জাতীয় কনজারভেটরি একাডেমি থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

মেহরনিগরি রুস্তমের এক ভাই রয়েছে। গায়িকার ভাইয়ের নাম সাফার মুহাম্মদ রুস্তম। তিনিও তাজিকিস্তানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

এনএনবাংলা/