অনলাইন ডেস্ক :
আবারও এক সঙ্গে গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা। ‘পরী’ শিরোনামের একটি গানে তারা কণ্ঠ দিয়েছেন। ‘পরী’ গানের কথা লিখেছেন আলী আকবর জিকো। এতে সুর ও সংগীত করেছেন হাবিব নিজেই। সম্প্রতি প্রকাশিত হয়েছে এ গানটি। এটি লিরিক্যাল ভিডিও আকারে শুনতে পাওয়া যাচ্ছে হাবিব ইউটিউব চ্যানেলে। ‘পরী’ গানটি দুই শিল্পীর ফেসবুকেও আপলোড করা হয়েছে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিক, স্বাধীনসহ আরও কিছু অডিও প্ল্যাটফর্মে শোনা যাবে ‘পরী’। হাবিব বলেন, ‘এটা রোমান্টিক গান।
মিষ্টি কথা দিয়ে গানটি লিখেছেন আলী আকবর জিকো। সিঁথির কণ্ঠে মাধুর্য আছে। খুব ভালো গেয়েছেন তিনি।’ গানটি নিয়ে সিঁথি সাহা দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘হাবিব ভাই ও আমার একসঙ্গে দ্বিতীয় গান এটি। কাজটি নিয়ে আমার দারুণ আগ্রহ ছিল। এখন পর্যন্ত ভালো সাড়া পেয়েছি। শ্রোতারা যেমন ভালো লিখছেন, কাছের মানুষরাও গানটির প্রশংসা করছেন।’ সিঁথি সাহা এ প্রজন্মের সুপরিচিত কণ্ঠশিল্পী। দুই বাংলাতেই তার নামের সুনাম ছড়িয়েছে।
দক্ষিণ ভারতের সুপারহিট ‘পুষ্পা’ সিনেমার ‘সামি’ শিরোনামের জনপ্রিয় গানটিতে বাংলায় কণ্ঠ দিয়ে বেশ প্রশংসিত হন সিঁথি। হাবিব ওয়াহিদ ও সিঁথি সাহা প্রথম একসঙ্গে ডুয়েট করেন ২০২১ সালের ভালোবাসা দিবস উপলক্ষে। গানের সঙ্গে ভিডিওতেও তারা অংশ নিয়েছিলেন। সেখানে জাহাজের নাবিক হিসেবে ছিলেন হাবিব। তার প্রেমিকা সিঁথি। বেশ আলোচনায় এসেছিল ‘উড়ে যারে মুনিয়া’ নামের গানটি।
আরও পড়ুন
‘সন্দেহের ছায়ায়’ উত্তাপ ছড়ালেন জয়া
তাহসান-রোজার মধুচন্দ্রিমার ছবি-ভিডিও ভাইরাল!
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল