হাবীবুল্লাহ বাহার কলেজে শুরু হয়েছে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৫ এর চূড়ান্ত পর্ব। প্রায় দুই সপ্তাহব্যাপী প্রস্তুতি ও অডিশন প্রক্রিয়া শেষে ১৬ এবং ১৮ নভেম্বর, সকাল ১০ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত; কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিভাগের ফাইনাল প্রতিযোগিতা।
চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্পকলা পদকপ্রাপ্ত আবৃত্তিশিল্পী মীর বরকত, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সিনিয়র তবলা শিক্ষক মো. কামাল পারভেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি সিনিয়র নৃত্যশিল্পী ও নৃত্যাঞ্চলের সিনিয়র শিক্ষক আইরিন পারভীন এবংম্যাজিক বাউলিয়ানা-২০১৪ চ্যাম্পিয়ন দিতি সরকার।
সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইভেন্টটি আরও উৎসবমুখর হয়ে উঠেছে।

গান, নাচ, আবৃত্তি, যন্ত্রসংগীত, অভিনয়, হামদ–নাত সহ একাধিক বিভাগে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। মূল পর্বে অংশ নিতে হলে শিক্ষার্থীদের কঠোর অডিশন প্রক্রিয়া অতিক্রম করতে হয়েছে। অডিশনে উত্তীর্ণরাই চূড়ান্ত মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন।
প্রতিযোগিতার সার্বিক আয়োজন তত্ত্বাবধান করছেন কলেজের অধ্যক্ষ কর্নেল (অব.) ইমরুল কায়েস। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংস্কৃতিক প্রতিযোগিতাকে ঘিরে কলেজ ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহে পুরো অনুষ্ঠানমালা প্রাণবন্ত হয়ে উঠেছে।
ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর।
এনএনবাংলা/

আরও পড়ুন
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির চেয়ারম্যান নির্বাচিত হলেন কেএম মুজিবুল হক
পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে হঠাৎ পরীক্ষা স্থগিত করায় বিপাকে হাজারো পরীক্ষার্থীবৃন্দ
বেরোবিতে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা: ৬ মাসেও কাউকে চিহ্নিত করতে পারেনি তদন্ত কমিটি