January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 14th, 2024, 8:06 pm

হামজাকে নিয়ে আসতে চান সালাউদ্দিন

অনলাইন ডেস্ক :

হার্টে অস্ত্রোপচারের পর প্রায় তিন মাস পর গত বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আসেন সভাপতি কাজী সালাউদ্দিন। এর আগে সব শেষ বাফুফে ভবনে তিনি এসেছিলেন গেল বছরের ১৬ ডিসেম্বর। সেদিনই অসুস্থ হয়ে যান ভর্তি হন হাসপাতালে এর পর অপারেশন। এর পর জার্মানিতে পর্যবেক্ষক। গত পরশু মঙ্গলবারই ফিরেছেন দেশে। আর ফিরেই সময়ক্ষেপণ না করে পরদিনই নিজের কার্যালয়ে। এখানে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আর সেখানেই নানান বিষয়ের পাশাপাশি কথা বলেন দেশের ফুটবলের বর্তমান হট টপিক হামজা চৌধুরীকে নিয়ে। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডের ফুটবলার হামজা চৌধুরির লাল-সবুজের জার্সিতে খেলার বিষয়ে।

এর মধ্যে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক সমর্থক হামজাকে প্রশ্ন করে বাংলাদেশ দলে খেলার প্রসঙ্গে জবাবে তিনি হাসি দিয়ে সম্মতি দেন। আর তাতেই তাকে নিয়ে চলা আলোচনা আরও জোড়ালো ভাবে শুরু হয়। তাই বাফুফে সভাপতিতে লম্বা সময় পর পেয়ে হামজা চৌধুরীকে নিয়ে তাদের ভাবনা জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’

তবে বিষয়টি যে এত সহজ নয়, তা-ও জানিয়ে দেন তিনি বলেন, ‘হামজা একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ। এটা সম্পূর্ণ হামজার নিজস্ব ও তার ক্লাবের বিষয়। আমাদের অফিস যোগাযোগ করেছে, হামজা খেলতে চাইলেই খেলতে পারবে, বিষয়টি এমন নয়। খেলতে চাইলে আগে তাকে তার ক্লাবের ছাড়পত্র নিতে হবে। তারপর কী তার চাহিদা, সেটাও জানতে হবে। সে খেলতে চাইলে আমরা তাকে কেন নেব না? সেধে সেধে নেব। তবে, বিটুয়িন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস—অনেক দূরত্ব রয়েছে।’

এদিকে হামজা চৌধুরীকে নিয়ে কাজী সালাউদ্দিনের উক্তি ব্যবহার একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন জায়গায় দেখা যায়। সেখানে লেখা দেখা যায় বাফুফে সভাপতি নাকি বলেছেন, তাকে (হামজাকে) বাংলাদেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে। হামজা চৌধুরীর প্রসঙ্গে যেহেতু কথা হচ্ছিল তাই সে বিষয়টিও সামনে আনেন এক গণমাধ্যম কর্মী এর জবাবে বাফুফে সভাপতি বলেন, ‘আমাকে দেখলে কি পাগল মনে হয়? হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। হামজা বাংলাদেশে খেলতে চাইলে তাকে যোগ্যতা প্রমাণ করতে হবে—এ কথা কেউ যদি বলে তাহলে তো সে পাগল।’