December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, August 6th, 2024, 3:50 pm

হামলার গুজবে সচিবালয় ছাড়লেন কর্মকর্তা-কর্মচারীরা

অনলাইন ডেস্ক :

হামলা ও অগ্নিসংযোগের গুজবে আতঙ্কিত হয়ে সচিবালয় ত্যাগ করেন কর্মকর্তা-কর্মচারীরা।

মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব মন্ত্রণালয়কে নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিয়েছে।

তবে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এ অবস্থায় সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিতে পুলিশ অপারগতা জানায় পুলিশ।

এসময় নিজেদের নিরাপত্তা রক্ষার্থে সচিবালয় ছেড়ে যান কর্মকর্তা-কর্মচারীরা।