January 16, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, May 28th, 2022, 8:12 pm

হারমনি আর মন্দিরা নিয়ে হাজির সাব্বির-সম্পা

অনলাইন ডেস্ক :

ঈদের আগে প্রকাশ পায় ঢাকার শিল্পী সাব্বির নাসির এবং কলকাতার গায়িকা সম্পা বিশ্বাসের ‘চান রাতে’। গানটি প্রকাশের পর অল্প সময়ে শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পান তারা। একই জুটি এবার হাজির হলেন হারমনি আর মন্দিরা নিয়ে। গানটির শুরুটা এমন, সাব্বির নাসির গাইছেন- তুমি হারমনি বাজাও আমি বাউল গান শোনাই। তার জবাবে সম্পা বলছেন- তুমি মন্দিরা বাজাও আমি প্রেমের গান শোনাই। এমন রোমান্টিক কথায় সাজানো লোক-ঘরানার গানটির নাম ‘হারমনি বাজাও’। যা গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে ইউটিউবে। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন প্লাবন কোরেশী। সাব্বির নাসির বলেন, ‘প্লাবন দার সাথে এই জুটির তৃতীয় গান এটি। এই গানে প্লাবন নিজে হারমোনিয়াম বাজিয়েছেন। ভিডিওটি পরিচালনা করেছেন প্রীতুল এবং সম্পাদনা করেছেন ইভান। আশা করি, শ্রোতাদের শুনতে ভালো লাগবে। আর যারা বাংলা ফোক গানের ভক্ত, তাদের কাছে এই জুটি আরও সমাদৃত হবে বলেই আমার বিশ্বাস।’ এদিকে সম্পা বিশ্বাস বলেন, ‘আমাদের একসাথে কাজ করা এটা পঞ্চম গান। নতুন গানটি যারা এখনও শোনোনি তারা শুনে ফেলো গানটি। আগামী দিনে আরও অনেক নতুন গান আমরা আনছি।’