January 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 24th, 2023, 7:39 pm

হারলেও আশার আলো দেখছেন মানচিনি

অনলাইন ডেস্ক :

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি ইতালির। হেরে গেছে ইংল্যান্ডের কাছে। এরপরও দল নিয়ে যথেষ্ট আশার আলো দেখছেন রবের্তো মানচিনি। ইতালির কোচের বিশ্বাস, সময় যত যাবে তত ভালো করবে তার দল। নেপলসের দিয়েগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে গত বৃহস্পতিবার সি’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে হেরে যায় ইতালি। গত দুই বিশ্বকাপের চূড়ান্ত পর্ব খেলতে ব্যর্থ হওয়া ইতালির জন্য এই হার বড় এক ধাক্কা। ইউরো ২০২৪-এর বাছাইয়ের পথচলায় কাজটা কঠিন হয়ে গেল তাদের। ম্যাচের পর রাই স্পোর্টকে মানচিনি অবশ্য শোনালেন আশার বাণী। সাবেক ম্যানচেস্টার সিটি কোচের বিশ্বাস, শেষটা ভালো হবে ইতালির। “আমরা ওদের চেপে ধরে ভালো শুরু করি, কিন্তু প্রথমার্ধের বাকি সময়ে এটা ধরে রাখতে পারিনি। দ্বিতীয়ার্ধে একটি দুর্দান্ত ইতালি দলকে দেখেছি এবং এটা ভবিষ্যতের জন্য ভালো ইঙ্গিত দিচ্ছে।” “আমরা এবার হয়তো শুরুতে চড়াই উৎরাইয়ের মুখোমুখি হয়ে শুরু করতে পারি, তবে আশা করি এটি শেষ হবে মসৃণভাবে।” ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল ইতালি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে একটি গোলও পেয়ে যায় তারা। মানচিনি মনে করেন, অন্তত ড্র তাদের প্রাপ্য ছিল। “ইংল্যান্ড সেট পিসে বিপজ্জনক, আমার মনে হয় মনোযোগের অভাবে আমরা তাদের প্রথম (গোল) করতে দিয়েছিলাম। তারপর পেনাল্টিটিও ছিল একটি কর্নার থেকে। আমার মনে হয় বিরতির পরে আমাদের অন্তত আরেকটি গোল করা উচিত ছিল।” বাছাইয়ের ইতালির পরবর্তী ম্যাচ মাল্টার বিপক্ষে, আগামীকাল রোববার।