January 21, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 7:50 pm

‘হারলেও উন্নতি দেখছেন অধিনায়ক সাকিব’

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। কিন্তু চারটি ম্যাচেই হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। হারলেও প্রতি ম্যাচেই কিছু না কিছু উন্নতি দেখেছেন অধিনায়ক সাকিব আল হাসান। শুধু তা-ই নয়, বিশ্বকাপ দলের ব্যাপারে নিশ্চিত হয়ে গেছেন বলে পুরস্কার বিতরণী মঞ্চে জানিয়ে গেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। সাকিব ও লিটনের ঝড়ো হাফসেঞ্চুরিতে ১৭৩ রান করতে পারে বাংলাদেশ। কিন্তু নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে পাকিস্তান জিতে নেয় ম্যাচটি। সাকিব মনে করেন, শেষ ওভারে রান নিতে না পারাতেই কিছুটা ক্ষতি হয়েছে। পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, ‘আজও কঠিন সময় গেছে। তবে আমি মনে করি, আজ আমরা সেরা ক্রিকেট খেলেছি। শেষ ওভারে আমরা মাত্র ৩ রান করেছি। ওখানে ১০-১৫ রান হওয়া উচিত ছিল। কিন্তু ক্রিকেটে এমন ঘটনা ঘটে। ইনিংসের মাঝে আমাদের ঘাটতি ছিল। তবে আজ আমরা ভালো করেছি।’ ৭ চার ও ৩ ছক্কায় সাকিব ৪২ বলে খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। ব্যাটিংয়ে ভালো করলেও বোলিংয়ে ভালো করতে পারেননি। নিজের ব্যাটিং-বোলিং নিয়ে সাকিব বলেছেন, ‘দলের জন্য রান করা আমার কর্তব্য। তবে বোলিংটা আপ টু মার্ক হয়নি। এখানে আমার উন্নতির জায়গা আছে।’ ত্রিদেশীয় সিরিজের প্রতি ম্যাচেই কমবেশি পরিবর্তন হয়েছে। কাদের নিয়ে বিশ্বকাপে লড়বে বাংলাদেশ, সেটি ঠিক করতে পেরেছেন বলে দাবি সাকিবের, ‘এখন আমাদের ওপরই নির্ভর করছে আমরা বিশ্বকাপে কেমন করি। এই প্রতিযোগিতায় আমরা ব্যাপক উন্নতি করেছি যা আমাদের জন্য ইতিবাচক। আমরা বিশ্বকাপে কোন দল নিয়ে খেলবো, তা নিশ্চিত হয়ে গেছি। এটা আমাদের জন্য ভালো হয়েছে।’ বাছাই পর্ব থেকে পেরিয়ে আসা দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৪ অক্টোবর শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ১৭ অক্টোবর ব্রিসবেনে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের পর ১৯ অক্টোবর একই ভেন্যুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচ খেলবে বাংলাদেশ।