জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাটে ভেকুবাহী (এক্সেভেটর) ট্রাক চাপায় মোস্তফা কামাল (৪০) নামে এক পোনা মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ আগস্ট) সকালে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের বীরগুছিনা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মোস্তফা কামাল উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসীকান্দা এলাকার ছমির উদ্দিন শেখের পুত্র। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে এ তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার এসআই চন্দন কুমার পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ি থেকে অটোযোগে প্রতিদিনের ন্যয় পোনা মাছ ক্রয় করতে এসেছিলেন নিহত মোস্তফা। ঘটনাস্থলে দাড়িয়ে থেকে অটোচালক কে ভাড়া দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে আঘাত করে। মাথার অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাক চালক মৃত্যুর বিষয়টি বুঝতে পেরে দ্রুত সটকে পরে ঘটনার অদূরে ট্রাক ফেলে রেখে পালিয়ে যায়। পরে থানা পুলিশের হস্তক্ষেপে ট্রাকটিকে জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও ট্রাকটি কে জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে যায়। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন