সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ খেলাফত মজলিস হালুয়াঘাট উপজেলা শাখার উদ্যোগে অগ্রসর সদস্যদের নিয়ে অগ্রযাত্রা কনভেনশনে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টায় হালুয়াঘাট উপজেলা শাখার সভাপতি ময়মনসিংহ -১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্জ মাওলানা তাজুল ইসলাম আকন্দের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আব্দুর রশীদ মাহমুদীর সঞ্চালনায় প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম পর্বশেষে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের নিয়ে এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহীদ সরকারি কলেজ গেট থেকে শুরু হয়ে হালুয়াঘাট উত্তর বাজার শহীদ মিনার পর্যন্ত যায়। পরে সেখান থেকে ফিরে হালুয়াঘাট ডিএস আলিম মাদরাসা মসজিদে এসে শেষ হয়। ওই মসজিদে যোহরের নামাজ আদায়ান্তে অগ্রযাত্রা কনভেনশনে দ্বিতীয় পর্ব শুরু হয়। এসময় অনেকেই বক্তব্য রাখেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম রহমানী, জেলা পূর্ব প্রশিক্ষণ সম্পাদক মুফতী এনামুল হক প্রমুখ।
বক্তারা সংগঠনের আদর্শ বাস্তবায়নে আত্মত্যাগ, সুষ্ঠু সাংগঠনিক কাঠামো এবং জনগণের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অগ্রসর সদস্যদের দ্বীনি দায়িত্ব, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার উপায় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সবশেষে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন জামিয়া হুসাইনিয়া দারুল উলূম মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম মাওলানা নূর হুসাইন।
এর আগে আরও বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর শাখার সহসভাপতি মাওলানা রফিজ উদ্দিন রাকিব আকন্দ, ময়মনসিংহ পূর্ব জেলা শাখার সহসভাপতি ও ফুলপুর উপজেলা শাখার সভাপতি মুফতী আজিমুদ্দীন শাহ জামালী, মাওলানা হুসাইন আহমদ, মুফতী আনোয়ারুল ইসলাম, জেলা পূর্ব সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হালুয়াঘাট উপজেলা শাখার সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা রইস উদ্দিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, হালুয়াঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা ফরিদ আহমাদ, ধোবাউড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা বাসির উদ্দিন, জেলা কমিটির সদস্য মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা মুকাররম হুসাইন, মাওলানা তাজুল ইসলাম বাশার, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও হালুয়াঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
সাইদুর রহমান রাজু
হালুয়াঘাট, ময়মনসিংহ
আরও পড়ুন
বিকেএসপি’তে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন
অসহায় তিন নারীর মুখে ফুটল আশার হাসি — প্রতিশ্রুতি রাখলেন কায়কোবাদ
টাঙ্গাইলে ব্যাটারি রিকশার দাপট: বাড়ছে দুর্ঘটনা ও যানজট