August 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 20th, 2025, 7:48 pm

হালুয়াঘাটে বিএনপি নেতা আজিজ খানের স্মরণে শোক সভা ও দোয়া অনুষ্ঠিত

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি:

বিএনপি জাতীয় নির্বাহী কেন্দ্র কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স জাতীয়তাবাদী রাজনীতির প্রতি নেতা কর্মীদের অনুরক্ত থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেছেন তারেক রহমানের বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে আত্ম নিয়োগে প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন ।

তিনি আজ ময়মনসিংহের হালুয়াঘাটে সদ্য প্রয়াত হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব মরহুম আবদুল আজিজ খাঁনের শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স মরহুম আবদুল আজিজ খাঁনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, দেশপ্রেম, রাজনীতি, সমাজসেবা, ধর্মীয় চর্চ্চা ও মূল্যবোধ তাঁকে স্মরনীয় করে রাখবে। দল পাগল এই নেতাকে কর্মীরা কখনোও ভুলবেনা। তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন গোটা বিএনপি পরিবার তাদের পাশে থাকবে।

অশ্রুসিক্ত নয়নে শোকসভায় এমরান সালেহ প্রিন্স মরহুমের স্মৃতিচারণ করে বলেন, সকল প্রতিকূলতাকে ঠেলে আজিজ খান দলকে প্রধান্য দিয়ে কাজ করেছেন । বিপদে আপদে নেতাকর্মীদের পাশে দাড়িয়েছেন। তাঁকে হারিয়ে আমি একজন বিশ্বিস্ত আপনজন হারিয়েছি। আওয়ামী ফ্যসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকে সংগঠিত ও এগিয়ে নিতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠনকে শক্তিশালী করতে আজিজ খান দক্ষ সংগঠকের পরিচয় দিয়েছেন। আমার প্রতিটি কর্মসূচি সফল করতে  নিভৃতচারী হয়ে  কাজ করেছেন । তাঁর অবদান আমি কখনোও ভুলবনা।

উল্লেখ্য হালুয়াঘাট পৌর বিএনপির সদস্য সচিব আবদুল আজিজ খান , গত ১৬ আগস্ট  রাতে হলুয়াঘাটে বিএনপির যৌথ সভায় বক্তব্য দানকালে অসুস্থ হয়ে পড়লে ময়মনসিংহ হাসপাতালে নেবার পথে ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে হালুয়াঘাটে তিন দিনের শোক ঘোষণা করা হয় ।

তিন দিনের শোকের শেষ দিনে আজ অনুষ্ঠিত দোয়া ও শোক সভায় কুরআন তেলাওয়াত , হাদিসের বয়ান, হামদ ও নাত পরিবেশন, কবিতা আবৃত্তি, স্মৃতি চরণ , এতিম ও মাদ্রাসার ছাত্রদের মাঝে কুরআন শরীফ বিতরণ ও বিশেষ মোনাজাত করা হয় ।

হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির  সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সম্পাদক এ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, দক্ষিণ  জেলা বিএনপির  সদস্য সচিব রোকনুজ্জামান সরকার, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক আসলাম মিয়া বাবুল, ধোবাউড়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব  আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ছাত্র দলের সাবেক সহ সভাপতি ইমরান শহিদুল্লাহ, গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, ফুলপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কুদরত আলী, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, জেলা যুব দলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্র  দলের সিনিয়র সহ সভাপতি  নাঈমুর আরেফিন পাপন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রুহুল আমিন খান, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাওলানা আকবর আলী , বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গনি, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা তাতী দলের আহবায়ক আকিকুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক সেখ সাদির , উপজেলা জাসাস আহবায়ক রাশেদ ইসলাম।

 

সাইদুর রহমান রাজু

হালুয়াঘাট, ময়মনসিংহ