জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার নড়াইল ইউনিয়নে উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিজ বাসভবনে সূধীজনদের সাথে নিয়ে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ এমদাদুল হক মুকুল।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গসযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্নস্তরের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার মাহফিলে প্রায় ২হাজার রোজাদারকে ইফতার করানো হয়। ইফতারের পূর্বে দেশবাসীর জন্য দোয়া করা হয়।
ইফতারপূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম বলেন, আমি আমার আমার অবস্থান থেকে সর্বোচ্চটুকু দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি। আমার পিতাসহ আমার পরিবার সর্বদা সাধারণ মানুষের জন্য নিবেদিত ছিলেন, এখনো মানুষের কল্যাণের কথা ভাবেন। সেই ধারাবাহিকতার সূত্রধরে আগামী দিনগুলোতে পাশে থেকে সহযোগিতা করারও আহবান জানান তিনি।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী