December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 28th, 2024, 8:51 pm

হাসনাত এবং সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে খুলনা নগরীতে বিক্ষোভ সমাবেশ

মাসুম বিল্লাহ ইমরান, খুলনা:

বৃহস্পতিবার বিকাল ৪ টায় ২৮ নভেম্বর খুলনার শিববাড়ী মোড়ে  এই বিক্ষোভ সমাবেশ হয়।

বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী ছাত্র-জনতা  বলেন, ইসকন একটি জঙ্গি সংগঠন, যারা বাংলাদেশের জাতীয় পতাকে অবমাননা করেছেন। যার ফলে ২১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তারই প্রেক্ষিতে এই চিন্ময়কে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এই ইসকন এখন দেশে অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে আওয়ামী লীগ, আর এখন এই আওয়ামী লীগ ইসকনের হাত ধরে ফিরে আসতে চাচ্ছে।

সমাবেশে সংখ্যা লঘু সমস্যার সমাধানে ৪ দফা দাবিতে দেশের সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা ।

শিক্ষার্থীরা বলেন  বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র চলছে। ২৪ এর গণঅভ্যুত্থানের ছাত্র সমাজ বেঁচে থাকতে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।

সমাবেশ অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  জহুরুল তানভীর, শেখ তাসকিন আহমেদ, শেখ তাসকিন আহমেদ, সাদনাম রাতুল, সাজ্জাদুল ইসলাম বাপ্পি, মিনহাজুল ইসলাম সম্পদ, আব্দুল আহাদ, মহিবুল্লাহ মুহিব, মহররম হাসান মাহিম, শাহারিয়ার ইসলাম, নাজমুল হোসেন ইমরাম, সাকিব রেজা, মিরাজুল ইসলাম ইমন, মোস্তাকিম ইসলাম, হৃদয় ঘরামী,  সুমাইয়া বান্না, শামসুন্নাহার নিশি, আফসা প্রমুখ।