March 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 23rd, 2025, 4:09 pm

হাসনাত বা সারজিস একজন মিথ্যা বলছেন: হান্নান মাসউদ

 

সম্প্রতি সেনাপ্রধানের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর দক্ষিণাঞ্চলীয় সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলীয় সংগঠক সারজিস আলমের বৈঠকের পোস্টটি রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে। এবার এই বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দলের সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

রোববার (২৩ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন সারজিস আলম, যেখানে তিনি সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজের অভিমত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে হান্নান মাসউদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, “এসব কি ভাই!! পাবলিকলি বলছি- দুইজনের একজন মিথ্যে বলছেন। এটা চলতে পারে না।”

তিনি আরও বলেন, “আর দলের গুরুত্বপূর্ণ পদে থাকা সত্ত্বেও, আপনি যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপিকেই বিতর্কিত করছেন, তা ঠিক নয়।”

এছাড়াও, হান্নান মাসউদ উল্লেখ করেন, “মানুষ যখন এনসিপির জন্য স্বপ্ন দেখছে, তখন এভাবে এনসিপিকে বিতর্কিত করার পিছনে কার এজেন্ডা রয়েছে? সরি, আর চুপ থাকতে পারলাম না।”