December 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 8:49 pm

হাসপাতালে এ কে খন্দকার, দোয়া চাইলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধের উপ সেনাপতি ও সাবেক মন্ত্রী এ কে খন্দকার বীরউত্তম। তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতলের (সিএমএইচ) আইসিইউতে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে এ কে খন্দকারের স্ত্রী ফরিদা খন্দকার এ তথ্য জানান। তিনি বলেন, তীব্র শ্বাসকষ্ট হওয়ায় বুধবার রাত ১২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে নেওয়া হয় আইসিইউতে। এখন শ্বাসকষ্ট না থাকলেও এ কে খন্দকারের অবস্থা খুব একটা ভাল না বলে জানান তার স্ত্রী। তিনি আরও বলেন, ওঁর (এ কে খন্দকারের) ফুসফুসে, কিডনিতে ইনফেকশন ধরা পড়েছে। চিকিৎসা চলছে। ফরিদা খন্দকার বলেন, উনি অনেক অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। দেশবাসীর কাছে দোয়া চাই। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব নিয়েছিলেন। পরে এইচ এম এরশাদের সামরিক শাসনামলে পরিকল্পনামন্ত্রী হন। এরপর ২০০৮ সালে আওয়ামী লীগের টিকিটে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর পাঁচ বছর শেখ হাসিনার মন্ত্রিসভায় পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার।