January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, May 23rd, 2022, 8:01 pm

হাসপাতালে কুশল মেন্ডিস

অনলাইন ডেস্ক :

ঘটনাটি বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের। প্রথম ইনিংসের ২৩ তম ওভারে বুকে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিস। সঙ্গে সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় থাকে। বর্তমানে হাসপাতালেই পর্যবেক্ষণে আছেন লঙ্কান এই ব্যাটার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একটি সূত্র। ইনিংসের ২৩তম ওভারের প্রথম বল করেন কাসুন রাজিথা। স্ট্রাইকে থাকা মুশফিক বল ছাড়লে তা সোজা চলে যায় উইকেটরক্ষক নিরোশান দিকবেলার হাতে। তার হাত ঘুরে বল চলে যায় সেকেন্ড স্লিপে দাঁড়ানো কুশলের হাতে। কিন্তু বলটি ধরেই কিছুটা পিছিয়ে যান তিনি। এরপর বুকে হাত দিয়ে মাটিতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর সতীর্থদের সহায়তায় ড্রেসিংরুমের দিকে হেঁটে যান লঙ্কান ব্যাটার। তার পর ড্রেসিংরুম থেকে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় মেন্ডিসকে।