January 6, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 29th, 2021, 9:37 pm

হাসপাতালে ভর্তি আরও ১৩০ ডেঙ্গু রোগী

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। উন্নত চিকিৎসা নিতে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হন অনেকেই।

দেশে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ১৩০ জন নতুন ডেঙ্গু রোগী পাওয়া গেছে। নতুন রোগীদের মধ্যে ১২৬ জন ঢাকায় এবং বাকি চার জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে।

এডিশ মশার কামড়ে ডেঙ্গু জ¦রে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। উন্নত চিকিৎসা নিতে শহীদ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে ভর্তি হন অনেকেই।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম জানায়, গত জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৪৪৫ জন।

বর্তমানে সারা দেশে ৮২৩ জন ডেঙ্গুর কারণে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে শুধু রাজধানীতেই আক্রান্ত ৬৬৯ জন ও রাজধানীর বাইরে আক্রান্ত ১৫৪ জন হাসপাতালে ভর্তি আছেন।

জানুয়ারি থেকে এই পর্যন্ত ডেঙ্গুতে ৮৯ জন মারা গেছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।