Wednesday, August 25th, 2021, 9:56 pm

হাসপাতালে ভর্তি আরও ২৭৮ ডেঙ্গু রোগী

মহামারীতে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ ডেঙ্গু। ঢাকার মগবাজারের হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে করোনাভাইরাস সংক্রমণের বিস্তারের মধ্যে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে ডেঙ্গু। ছবিটি বুধবার তোরা।

নিজস্ব প্রতিবেদক :

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২৭৮ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৩০ জন ঢাকায় ও ৪৮ জন ঢাকার বাইরের হাসপাতালে। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৯০। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮৭ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১০৩ জন রয়েছেন। এদিকে চলতি আগস্ট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৮৫৩ জন।

রাজধানীর মগবাজারে হলিফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকের কলেজ হাসপাতালে এক শিশুকে ডেঙ্গু চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবিটি বুধবার তোলা।

তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত হাজার ৭২১ জন রোগী। বুধবার (২৫ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২৭৮ জনের ঢাকার সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৮৪ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪২ জন ভর্তি হন। এ ছাড়া ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৫২ জন ভর্তি হন। পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার (২৫ আগষ্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট ছয় হাজার ১৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২জন, জুলাইয়ে দুই হাজার ২৮৬জন এবং আগস্টর ২৫ দিনে আট হাজার ৮৫৩ জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে।