December 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 5th, 2025, 7:58 pm

হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখে মায়ের বাসায় জোবাইদা রহমান

 

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে দেখে ধানমন্ডির মায়ের বাসায় পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। প্রায় আড়াই ঘণ্টা হাসপাতালে অবস্থান শেষে শুক্রবার বেলা আড়াইটার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

আজ বেলা পৌনে ১১টার দিকে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জোবাইদা রহমান। সেখান থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। বেলা ১১টা ৫৩ মিনিটে তার গাড়ি হাসপাতালে পৌঁছালে আশপাশের নিরাপত্তা আরও জোরদার করা হয়।

শাশুড়ি খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়ায় অংশ নিতেই ঢাকায় এসেছেন জোবাইদা। তবে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে গেছে। বিএনপির গণমাধ্যম সেল জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স আসছে না। সব ঠিক থাকলে কাতারের ব্যবস্থাপনায় জার্মানিতে তৈরি একটি বিমান শনিবার ঢাকায় পৌঁছাতে পারে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা যাত্রার উপযুক্ত থাকলে এবং মেডিকেল বোর্ড অনুমতি দিলে তিনি ইনশাআল্লাহ আগামী ৭ ডিসেম্বর, রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন।

১৩ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ফুসফুসে সংক্রমণজনিত জটিলতা কিছুটা উন্নতি হলেও হৃদ্যন্ত্রের সমস্যা আংশিক কমেছে। অন্যান্য জটিলতার বেশিরভাগই অপরিবর্তিত রয়েছে।

গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর অবস্থার অবনতি হলে তাকে এইচডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার উন্নত চিকিৎসা চলছে।

এনএনবাংলা/