অনলাইন ডেস্ক :
স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলাজিজকে জেদ্দার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়্যাল কোর্ট থেকে দেওয়া এক বিবৃতির বরাত দিয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রোববার (৮ মে) এ খবর জানায়। বিবৃতিতে বলা হয়, শারীরিক কিছু পরীক্ষার জন্য বাদশাহ সালমানকে জেদ্দার কিং ফয়সাল স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। বাদশাহ সালমান ২০১৫ সালে সৌদি আরবের সিংহাসনে বসেন। তার আগে প্রায় আড়াই বছর তিনি যুবরাজ ছিলেন এবং উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ৮৬ বছরের বাদশাহ সালমানের ২০২০ সালে পিত্তথলিতে অস্ত্রোপচার হয়েছিল। এছাড়া, গত মার্চে তার হার্টের পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করা হয়।
আরও পড়ুন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
জাপানে টুনা মাছ বিক্রি হলো ১৩ লাখ ডলারে, এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ দাম