January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, June 24th, 2022, 9:06 pm

হাসপাতাল থেকে বাসায় ফিরছেন খালেদা জিয়া

হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ১৩ দিন চিকিৎসা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আজ (শুক্রবার) বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘কোভিডের সংক্রমণ দ্রুত বাড়ছে বলে এভারকেয়ারের মেডিকেল বোর্ড ম্যাডামকে (খালেদা) হাসপাতাল থেকে ছাড়ার কথা ভাবছে।’

তিনি বলেন, চিকিৎসকরা বাসায় তার যথাযথ চিকিৎসা নিশ্চিত করবেন।

জাহিদ বলেন, ‘আশা করি, ম্যাডামকে বিকালের মধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতালের মেডিকেল বোর্ড আজ বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে তার শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করবে।

গত ১০ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খালেদাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার বাম ধমনীতে ৯৫ শতাংশ ব্লকের কারণে তিনি হার্ট অ্যাটাক করেন। ব্লক সরিয়ে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়েছে।

করোনারি এনজিওগ্রামে বিএনপি চেয়ারপার্সনের ধমনীতে আরও দুটি ব্লক পাওয়া গেছে।

১৫ জুন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

—-ইউএনবি