November 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 9:08 pm

হাসিনার ‘কোটিপতি পিয়ন’ জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা পাচারের মামলা

 

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরের আলোচিত ‘কোটিপতি পিয়ন’ জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীরের বিরুদ্ধে ১০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শুক্রবার (৩১ অক্টোবর) নোয়াখালীর চাটখিল থানায় মামলাটি দায়ের করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।

সংস্থাটি জানায়, নোয়াখালীর চাটখিল উপজেলার এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান জাহাঙ্গীর আলম জাতীয় সংসদ সচিবালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে চাকরি শুরু করেন। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর তিনি প্রধানমন্ত্রীর দফতরে স্বল্প সময়ের জন্য ‘ব্যক্তিগত সহকারী’ হিসেবে দায়িত্ব পান—যা তার ভাগ্য বদলে দেয় বলে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে।

২০১০ সালে জাহাঙ্গীর ‘স্কাই রি অ্যারেঞ্জ লিমিটেড’ নামে একটি কোম্পানি গঠন করে বিকাশের ডিস্ট্রিবিউশন ব্যবসা শুরু করেন। তবে কোম্পানির আড়ালে চলতে থাকে সন্দেহজনক ব্যাংকিং লেনদেন। ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটির নামে বিভিন্ন ব্যাংকে ৫৬৫ কোটিরও বেশি টাকার লেনদেন হয়, যার বৈধ উৎস পাওয়া যায়নি।

সিআইডি জানায়, এসব অর্থের বড় অংশ নগদে জমা হয়েছে দেশের নানা জায়গা থেকে এবং তা হুন্ডি ও মানি লন্ডারিং চক্রের সঙ্গে সম্পৃক্ত বলে প্রমাণ মিলেছে।

তদন্তে আরও জানা যায়, জাহাঙ্গীর তার স্ত্রী কামরুন নাহার ও ভাই মনির হোসেনের সহায়তায় দীর্ঘদিন ধরে অবৈধ লেনদেন চালিয়ে আসছিলেন। ২০২৪ সালের জুন মাসে তারা যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং বর্তমানে ভার্জিনিয়ায় অবস্থান করছেন। বিদেশে তাদের সম্পদ বা বিনিয়োগের সরকারি অনুমোদনের কোনো তথ্য মেলেনি।

প্রাথমিক অনুসন্ধানে সিআইডি নিশ্চিত হয়েছে যে, জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ও ভাই মিলে ২০১০–২০২৪ সালের মধ্যে প্রায় ১০০ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

সিআইডি জানিয়েছে, অভিযুক্তদের সম্পূর্ণ অর্থপাচার চক্র উদঘাটন, সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

এনএনবাংলা/