October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 28th, 2025, 4:34 pm

হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন অনুষ্ঠানের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় খিচুড়ি রান্নার জন্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রামের একটি স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের আয়োজন চলছিল। এ ছাড়া তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনার সন্দেহও ছিল। সেই তথ্য পেয়ে পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাঁচজনকে আটক করা হলেও শারীরিক অসুস্থতার কারণে ইসা ইসলাম নামের একজনকে তার বাবা-মায়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ওসি কামাল হোসেন আরও জানান, আটক চারজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

এনএনবাংলা/