ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এই রায়কে মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রায় একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হবে। যদিও সাজা অপরাধের পরিমাণের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়, তবে এটি ভবিষ্যতে কোনো সরকার বা ব্যক্তিকে ফ্যাসিস্ট হয়ে উঠার পথ বন্ধ করার বার্তা দেবে।
সালাহউদ্দিন আরও বলেন, এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে ফ্যাসিবাদ যত শক্তিশালী বা ক্ষমতাধর হোক না কেন, একদিন তাদের আদালতের সামনে দাঁড়াতে হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এদিন দুপুরে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। একই সঙ্গে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এনএনবাংলা/

আরও পড়ুন
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, দেশবাসীকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের
আ. লীগের সাবেক এমপি’র ভাইয়ের বাড়িতে জনতার আগুন
এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ