আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণাকে ঘিরে নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনের জন্য সেনা সদর দফতরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গতকাল শনিবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পাঠানো এ চিঠিতে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের পুরো এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্তসংখ্যক সেনা সদস্য মোতায়েনের অনুরোধ করা হয়। আজ রোববার সুপ্রিম কোর্ট প্রশাসনের একটি নির্ভরযোগ্য সূত্র গণমাধ্যমকে চিঠির বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্রটি আরও জানায়, দেশের চলমান পরিস্থিতি এবং মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় কোর্ট এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ঝুঁকি রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির সম্ভাবনা থাকায় আগামীকাল সোমবার সেনা সদস্য মোতায়েনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে চিঠিতে।
এর আগে, রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবারও সুপ্রিম কোর্ট প্রশাসন সেনা মোতায়েনের জন্য চিঠি পাঠায়। সে অনুযায়ী ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় সেনা মোতায়েন করা হয়েছিল।
এনএনবাংলা/

আরও পড়ুন
মতপার্থক্য থাকবে, কিন্তু মতবিভেদ নয়: তারেক রহমান
১৬ মাসে সবচেয়ে বেশি সাইবার বুলিংয়ের শিকার হয়েছি: আসিফ নজরুল
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ তুঙ্গে, নিহতের সংখ্যা ২০০ ছাড়ালো