October 22, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, October 22nd, 2025, 4:52 pm

হাসিনাসহ ১৭ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

 

মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ১৭ জন পলাতক আসামিকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মামলাগুলোর মধ্যে দুটি মামলা আওয়ামী লীগ সরকারের সময় গুম ও নির্যাতনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পর্কিত। অপর একটি মামলা জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা ও বনশ্রী এলাকায় সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে।

এই তিন মামলায় সাবেক ও বর্তমান ২৫ সেনা সদস্যসহ মোট ৩২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৫ জনকে বুধবার আদালতে হাজির করা হয়, পরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাকি ১৭ জন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পলাতক আসামিদের হাজির করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করে আগামী সাত দিনের মধ্যে একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

যাদের নামে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে রয়েছেন— শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, র‍্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ খায়রুল ইসলাম, ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক, র‍্যাবের সাবেক তিন মহাপরিচালক, বেনজীর আহমেদ, এম খুরশিদ হোসেন ও মো. হারুন-অর-রশিদ, পুলিশের সাবেক কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং মো. মশিউর রহমান।

এনএনবাংলা/